ভারতের হরিয়াণার জিন্দ শহরের একটি বাড়িতে চলতে থাকা সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল এলাকাবাসী৷ জানা গিয়েছে ওই বাড়িতে তিনজন মহিলা-সহ মোট চার জনকে বন্দি করেন রাখেন তারা৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হয়৷
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার জিন্দ শগরের রোহতক রোডের কাছে অবস্থিত নিউ কলোনীর ঘটনা এটি৷ এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই ওই বাড়িতে দেহব্যবসা চলছিল৷ সেই কারণেই এলাকার পরিবেশ খারাপ হচ্ছিল৷ তিন মহিলাসহ এক পুরুষকে বন্দি করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় পুলিশ৷রবিবার রাতে এলাকাবাসীরা কয়েকজন লোককে ওই বাড়িতে ঢুকতে দেখে৷ বেশ কিছুক্ষণ পর তাদের ওই বাড়ি থেকে বের হতে দেখে তারা ক্ষোভে ফেটে পরে৷ এরপরেই একজনকে বের হতে দেখে তারা ওই ব্যক্তিকে বাড়িতে ঢুকিয়ে তালা বন্দি করে রাখে৷ এলাকাবাসীই পুলিশকে খবর দেয়৷ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির তল্লাশি নিয়ে সেখান থেকে তিন মহিলা ও একজন পুরুষকে উদ্ধার করা হয়৷ জানা গিয়েছে ওই মহিলারা পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের বাসিন্দা৷
পুলিশ চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এই মামলার তদন্তকারী অফিসার ইশ্বর সিং জানিয়েছেন, ওই বাড়িতে থেকে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের তিন যুবতীকে উদ্ধার করা হয়েছে৷ এলাকাবাসী তাদের বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ করেছে৷ তাদের বিরুদ্ধে সেই ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে৷