পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ২০ সদস্যের জিম্বাবুয়ে দলে চমক ফারাজ আকরাম। ২৭ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডারের জন্ম সৌদি আরবে। ২০১৭ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে অভিষেক। শুরুর দিকে আলো ছড়াতে না পারলেও ধীরে ধীরে নিজের প্রতিভার জানান দিয়েছেন। ব্যাটে-বলে ধারাবাহিক পারফরমেন্স করে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।
ফারাজ আকরাম ১৫ প্রথম শ্রেণীর ম্যাচে ২৯১ রান ও উইকেট নিয়েছেন ২৯টি। ৯ লিস্ট এ ম্যাচে ৭ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ৬৬ রান। খেলেছেন ৪ টি-টোয়েন্টিও।
ফারাজের মতোই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী অলরাউন্ডার মিল্টন শুমবা।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডর। সেঞ্চুরি হাঁকিয়েছেন সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচেও।