বাংলাদেশ অনূ,র্ধ্ব-১৯ দলের ও,পেনার তা,নজিদ হাসান তামিমের নাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ক,রোনা,কালীন হোম অব ক্রিকেট খ্যাত মিরপু,রে শুরু হওয়া তিন দলের প্রেসি,ডেন্ট কাপে একই দলে খেলছেন বড় তামিম ও ছোট তামিম। ম,জার ব্যাপার হল দুইজনেই ও,পেনিং পজিশ,নে খেলেন। আবা,র দুজনেই বাঁ-হাতি ব্যাটসম্যান।
দুইজনের নিক নেম একই হওয়ায় বিড়,ম্ব,নায় পড়ে,ছেন অনেকে। আর সেই বিড়,ম্বনা এড়াতেই জুনিয়র তামিম তথা তানজিদ হাসান তামিমকে অন্য নামে ডাকার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
আগামীকাল মঙ্গলবার প্রেসিডে,ন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাঠের ল,ড়া,ইয়ে মুখোমুখি হবে তামি,ম ইকবালের একাদশ বনাম মাহমুদউ,ল্লাহ রিয়াদের একাদশ।