ক্রিকেটের খুদে সং,স্করণ টি-টোয়ে,ন্টিতে বোলার,দের রে,কর্ড নিয়ে খুব একটা মাতামাতি হয় না। কারণ ব্যা,টিং তা,ণ্ডবে,র এই ক্ষে,ত্রটিতে বোলার,রা তেমন সুবি,ধা করে উঠতে পারেন না।
তবে দিল্লি ক্যাপি,ট্যালসের হয়ে তোপ দা,গানো দ,ক্ষিণ আফ্রিকার তরুণ পেসার এ ফর,ম্যাটে ব্যতিক্রম। টি-টোয়েন্টি লিগ আইপি,এলে অবি,শ্বাস্য এক রেকর্ড গড়লেন রাবাদা।
যা ইতিপূর্বে আর কেউ করেননি।
রেক,র্ডটি হলো– আইপিএলে টানা ২১ ম্যাচে উই,কেট শি,কা,রের কী,র্তি গড়েছেন এ প্রোটি,য়া পেসার। ভারতী,য় পেসার বিনয় কুমা,রের রেক,র্ড ভেঙে দিলেন তিনি। ২০১২ ও ২০১৩ আসরে টানা ১৯ ম্যাচে উইকেট শিকার করেছিলেন এ ডানহাতি ভারতীয় পেসার।
চলতি আইপিএলে ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন রাবাদা। এই সাত ম্যাচের প্রতিটি,তেই উইকেট পেয়েছেন। গত মৌসুমেও একই কীর্তি গড়েছিলেন তিনি। কোনো ম্যাচেই উইকে,টহীন থাকেননি রাবাদা। সব মিলিয়ে আইপিএল ইতি,হাসে রেকর্ড ২১ ম্যাচে টানা উইকেট শিকা,রের অনন্য রেকর্ড গ,ড়েছেন এই প্রো,টিয়া পেসার। এদের মধ্যে টানা ১০ ম্যাচে ন্যূনতম ২ উইকেট নেয়ার কীর্তি রয়ে,ছে রাবাদার।